ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ৪র্থ অধ্যায় | সংক্ষিপ্ত প্রশ্ন

 

প্রশ্ন-১. সাইবার স্পেস কী?
উত্তর: ইন্টারনেটের ভার্চুয়াল জগৎকে সাইবার স্পেস বলে।

প্রশ্ন-২. সাইবার বুলিং কী?
উত্তর: ইন্টারনেটে অন্যকে গালমন্দ করা বা তার ছবি বা বক্তব্য নিয়ে কটূক্তি করা হলো সাইবার বুলিং।

প্রশ্ন-৩. ডিজিটাল অপরাধ কী?
উত্তর: ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে অপরাধ সংঘটিত হয়, সেটিই ডিজিটাল অপরাধ।

প্রশ্ন-৪. পাসওয়ার্ড কী?
উত্তর: অনলাইনে গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা ব্যবহার করা হয়, সেটিই পাসওয়ার্ড। এটি মূলত ব্যবহারকারীর পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচাইয়ের একটি পদ্ধতি।

প্রশ্ন-৫. কয়েকটি সাইবার অপরাধের নাম বল?
উত্তর: সাইবার অপরাধগুলো হলো- ক্ষতিকর ভাইরাস, স্প্যামিং, স্পুফিং ও স্লিফিং, ফিশিং হ্যাকিং, সাইবার আক্রমণ, সাইবার চুরি, সফটওয়্যার পাইরেসি, প্লেজিয়ারিজম।

প্রশ্ন-৬. গুজব কী?
উত্তর: কোনো ঘটনার প্রকৃত সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করাকে গুজব বলে।

প্রশ্ন-৭. সাইবার নিরাপত্তা কী?
উত্তর: অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিজের সিস্টেমকে সুরক্ষা করাই হলো সাইবার নিরাপত্তা।

প্রশ্ন-৮. সাইবার নিরাপত্তা নীতিমালা কী?
উত্তর: অনলাইনে যে নিয়ম-কানুন মেনে চললে সাইবার আক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়, সেগুলোই সাইবার নিরাপত্তা নীতিমালা।

প্রশ্ন-৯. সাইবার সচেতনতা কী?
উত্তর: সাইবার অপরাধ সম্পর্কে জানা, কোনগুলো সাইবার অপরাধ তা জানা এবং কীভাবে সাইবারে নিজের সুরক্ষা করা যায় সেটিই সাইবার সচেতনতা।

Comments

Popular posts from this blog

গতির কথা | ৮ম শ্রেণি | বিজ্ঞান | ১ম অধ্যায়

ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ১ম অধ্যায় | সংক্ষিপ্ত

ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ২য় অধ্যায় | সংক্ষিপ্ত