ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ১ম অধ্যায় | সংক্ষিপ্ত
প্রশ্ন-১. ডিজিটাল কী?
উত্তর: যে ইলেকট্রনিক প্রযুক্তি ডেটা তৈরি, সঞ্চয় এবং প্রক্রিয়া করার জন্য বিচ্ছিন্ন মান (0 ও 1) ব্যবহার করে তাকেই ডিজিটাল বলে।
প্রশ্ন-২. তথ্যের উৎস কী?
উত্তর: যে ক্ষেত্র থেকে আমরা তথ্য পেতে পারি তাকে তথ্যের উৎস বলে।
প্রশ্ন-৩. তথ্যের উৎস কয়টি ও কী কী?
উত্তর: তথ্যের উৎস দুটি, যথা-১. মানবীয় উৎস, ২. জড় উৎস।
প্রশ্ন-৪. কয়েকটি জড় মাধ্যমের তথ্যের উৎসের নাম বল?
উত্তর: জড় মাধ্যমে তথ্যের কয়েকটি উৎস হলো বই, পত্রিকা, ইন্টারনেট ইত্যাদি।
প্রশ্ন-৫. সমস্যা নির্ধারণ কী?
উত্তর: সমস্যা নির্ধারণ হলো কোনো একটি নির্দিষ্ট সমস্যাকে চিহ্নিত বা বাছাই করা।
প্রশ্ন-৬. ইন্টারনেট কী?
উত্তর: ইন্টারনেট হলো পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
প্রশ্ন-৭. পাণ্ডুলিপি কী?
উত্তর: পাণ্ডুলিপি হলো কিছু লেখার প্রথম খসড়া যা সাধারণত অপ্রকাশিত সংস্করণ।
প্রশ্ন-৮ জরিপ কী?
উত্তর: একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য নির্ভুল তথ্যের যাচাই ও গণনা করাকে জরিপ বলে।
প্রশ্ন-৯. জরিপ পরিচালনা করতে কয় ধরনের প্রশ্ন ব্যবহার করা?
উত্তর: জরিপ পরিচালনা করার জন্য দুই ধরনের প্রশ্নপত্র ব্যবহার করা হয়।
প্রশ্ন-১০. অনলাইন জরিপ কী?
উত্তর: অনলাইনে কিছু তথ্যের উপর ভিত্তি করে সাধারণ মানুষের মতামত নিয়ে যে জরিপ পরিচালনা করা হয় তাকে অনলাইন জরিপ বলে।
প্রশ্ন-১০, গণমাধ্যম কী?
উত্তর: যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পৌছানো বা পরিবেশন করা হয় তাকে গণমাধ্যম বলে।
প্রশ্ন-১২. তিনটি ম্যাগাজিনের নাম বলো?
উত্তর: তিনটি ম্যাগাজিনের নাম হচ্ছে কালি ও কলম, ভ্রমণ, কিশোর আলো।
প্রশ্ন-১৩. তথ্য বিশ্লেষণ কী?
উত্তর: কোনো তথ্যের বিভিন্ন অংশ বা উপাদানকে আলাদা আলাদা করে পর্যালোচনা করাকে তথ্য বিশ্লেষণ বলে।
প্রশ্ন-১৪. ফর্মুলা কী?
উত্তর: ওয়ার্কশিটে এক বা একাধিক সেলের মধ্যে উপযুক্ত সংখ্যাগুলোর মধ্যকার বিভিন্ন গাণিতিক অপারেশনকে ফর্মুলা বলে।
প্রশ্ন-১৫. ডিজিটাল কনটেন্ট কী?
উত্তর: যে কনটেন্টগুলো ইন্টারনেটে প্রচার করা হয় এবং ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া হয় তাকে ডিজিটাল কনটেন্ট বলে।
প্রশ্ন-১৬. কয়েকটি ডিজিটাল কনটেন্টের নাম বলো।
উত্তর: টেক্সট বা লিখিত কনটেন্ট, ছবি, শব্দ বা অডিও, ভিডিও এবং অ্যানিমেশন ইত্যাদি।
প্রশ্ন-১৭. টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল কী?
উত্তর: কোনো একটি ঘটনা বা প্রেক্ষাপট যাদের উদ্দেশ্যে তৈরি করা হয় তাদেরকে টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল বলে।
প্রশ্ন-১৮. কমিকস কী?
উত্তর: যে মাধ্যমে চিত্র ও লেখার দ্বারা কোনো ভাবনা প্রকাশ করা হয় তাকে কমিকস বলে।
প্রশ্ন-১৯. প্রেজেন্টেশন সফটওয়্যার কী?
উত্তর: কোনো কিছু প্রেজেন্ট বা উপস্থাপন করতে হলে যে সফটওয়্যার প্রয়োজন তাকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলে।
.jpeg)
Comments
Post a Comment