শক্তি | ৮ম শ্রেণি | বিজ্ঞান | ২য় অধ্যায়
১) শক্তি কাকে বলে?
কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির একক 'জুল'।
২) কাজ কাকে বলে?
বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। একে "W" দ্বারা প্রকাশ করা হয়। কাজের একক 'জুল'। W= Fs
৩) ক্ষমতা কাকে বলে?
কাজ করার হারকে ক্ষমতা বলে। একে "P" দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতার একক 'ওয়াট'। P= W/t
৪) বিভবশক্তি কাকে বলে?
কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভবশক্তি বলে। এটিও এক প্রকারের কাজ। W= mgh
৫) গতিশক্তি কাকে বলে?
কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। W= ½mv^2
৬) সূর্য কি?
সূর্য একটি নক্ষত্র। এটি পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দুরে এবং এর ব্যাস প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের ১০৯ গুণ, ভর প্রায় ২×১০৩০ কিলোগ্রাম তথা পৃথিবীর ভরের ৩ লক্ষ ৩০ হাজার গুণ। এই ভর সৌরজগতের মোট ভরের শতকরা ৯৯.৮৬ ভাগ। সূর্যের প্রধান গাঠনিক উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। বলা হয়ে থাকে এই সৌরজগতে সূর্যই সকল শক্তির উৎস।
৭) নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে?
যে বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এটা স্বতঃস্ফূর্ত ভাঙন অথবা কৃত্রিম ভাঙন হতে পারে যাতে খুব শক্তিশালী কণা নিউক্লিয়াসকে আঘাত করে যেমনটি পারমাণবিক চুল্লিতে ঘটে থাকে।
৮) ফিশান বিক্রিয়া কাকে বলে?
যে প্রক্রিয়ায় একটি বড়ো নিউক্লিয়াস ভেঙে দুটি ছোট নিউক্লিয়াস তৈরি হয়, তাকে নিউক্লিয় ফিশান বিক্রিয়া বলে। এতে পরমাণু থেকে প্রচুর শক্তি বেরিয়ে আসে।
৯) ফিউশান বিক্রিয়া কাকে বলে?
যে প্রক্রিয়ায় দুটি ছোট নিউক্লিয়াস একত্র হয়ে একটি বড়ো নিউক্লিয়াস তৈরি হয়, তাকে ফিউশান বিক্রিয়া বলে।
১০) নিউক্লিয়ার চেইন বিক্রিয়া কাকে বলে?
যে বিক্রিয়া একবার চালু হলে তাকে চালু রাখার জন্য অতিরিক্ত কোন শক্তির প্রয়োজন হয় না তাকে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলে।

.png)
Comments
Post a Comment