ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ৩য় অধ্যায় | সংক্ষিপ্ত প্রশ্ন

 

প্রশ্ন-১. ভার্চুয়াল জগৎ কী?
উত্তর: যে জগতে সরাসরি কাউকে দেখা যায় না কিন্তু ডিজিটাল উপস্থিতি দেখা যায়, তাকেই ভার্চুয়াল জগৎ বলে।

প্রশ্ন-২. ভার্চুয়াল জগতের একটি উদাহরণ বল।
উত্তর: সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক হচ্ছে ভার্চুয়াল জগতের উদাহরণ।

প্রশ্ন-৩. ভার্চুয়াল পরিচিতি কী?
উত্তর: ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করার জন্য যে পরিচিতি প্রদান করা হয় সেটিই ভার্চুয়াল পরিচিতি।

প্রশ্ন-৪. পাবলিক শেয়ারিং কী?
উত্তর: যে তথ্য সবার জন্য প্রকাশ করা হয়ে থাকে তাকে পাবলিক শেয়ারিং বলে।

প্রশ্ন-৫. প্রাইভেট শেয়ারিং কী?
উত্তর: যে ব্যক্তিগত তথ্য সবার সাথে বিনিময় করা যায় না, নির্দিষ্ট কিছু মানুষের সাথে বিনিময় করা যায় তাকে প্রাইভেট শেয়ারিং বলে।

প্রশ্ন-৬. কিশোর বাতায়ন ওয়েবসাইটের ঠিকানা কী?
উত্তর: http://konnect.edu.bd

প্রশ্ন-৭. ২টি ই-কমার্স সাইটের নাম বল?
উত্তর: দুইটি ই-কমার্স সাইটের নাম হলো- www.bikroy.com, www.amazon.com.

প্রশ্ন-৮. টুইটার কী?
উত্তর: টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা। এটির মাধ্যমে টুইট করা যায়।

প্রশ্ন-9. টুইটারে সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টারের মধ্যে মনের ভাব প্রকাশ করতে হয়?
উত্তর: টুইটারে সর্বোচ্চ ১৪০ ক্যারেক্টারের মধ্যে মনের ভাব প্রকাশ করতে হয়।

প্রশ্ন-10. লিংকডইন কারা ব্যবহার করে?
উত্তর: সাধারণত চাকুরীজীবি ও ব্যবসায়ীরা।

Comments

Popular posts from this blog

গতির কথা | ৮ম শ্রেণি | বিজ্ঞান | ১ম অধ্যায়

ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ১ম অধ্যায় | সংক্ষিপ্ত

ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ২য় অধ্যায় | সংক্ষিপ্ত