ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ৬ষ্ঠ অধ্যায় | সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-১. তারযুক্ত দুইটি নেটওয়ার্কের নাম বলো?
উত্তর: তারযুক্ত দুইটি নেটওয়ার্ক হলো- টেলিভিশন ও টেলিফোন।
প্রশ্ন-২. তারবিহীন দুইটি প্রযুক্তির নাম বলো?
উত্তর: তারবিহীন দুইটি প্রযুক্তির নাম হলো ওয়াই-ফাই ও ওয়াইম্যাক্স।
প্রশ্ন-৩. মাইক্রোওয়েভ কী?
উত্তর: ১ গিগাহার্জ বা তার চেয়ে বেশি কম্পাকে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ।
প্রশ্ন-৪. মাইক্রোওয়েড সিস্টেমে কয়টি অংশ থাকে?
উত্তর: মাইক্রোওয়েভ সিস্টেমে দুইটি অংশ থাকে।
প্রশ্ন-৫. বৈরি আবহাওয়ার মধ্যে নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয় না কোন নেটওয়ার্কের?
উত্তর: বৈরি আবহাওয়ার মধ্যেও তারবিহীন নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয় না।
প্রশ্ন-৬. কোন নেটওয়ার্কে ডেটা দ্রুত গতিতে যায়?
উত্তর; তারযুক্ত নেটওয়ার্কের ডেটা দ্রুতগতিতে যায়।
প্রশ্ন-৭. ইলেকট্রিক সিগন্যাল কী?
উত্তর: ইলেকট্রিক সিগন্যাল মূলত এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ, যা তারের মধ্য দিয়ে একস্থান থেকে আরেক স্থানে পাঠানো যায়।
প্রশ্ন-৮. কোনটি রেডিও সিগন্যালগুলোকে মোবাইলে প্রেরণ ও গ্রহণ করে?
উত্তর: রেডিও সিগন্যালগুলোকে মোবাইলে প্রেরণ ও গ্রহণ করে। এনটেনা।
প্রশ্ন-৯. সার্ভারের কাজ কী?
উত্তর: সার্ভারের কাজ হলো নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে সেবা দেয়া।
প্রশ্ন-১০. ক্লায়েন্ট কী?
উত্তর: সার্ভার কম্পিউটার থেকে যে সেবা গ্রহণ করে সেটিই ক্লায়েন্ট।
প্রশ্ন-১১. রাউটারের প্রধান কাজ কী?
উত্তর: রাউটারের প্রধান কাজ হলো নেটওয়ার্কের কোন তথ্য কার কাছে যাবে সেটার ব্যবস্থা করা।
প্রশ্ন-১২. একটি জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম বল?
উত্তর: বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে একটি জিওস্টেশনারি স্যাটেলাইট।
প্রশ্ন-১৩. কক্ষপথ কী?
উত্তর: কোনো বস্তু যে নির্দিষ্ট পথ ধরে আরেকটি বস্তুকে প্রদক্ষিণ করে, তাকেই কক্ষপথ বলে।
প্রশ্ন-১৪.জিপিএস-এর মূল কাজ কী?
উত্তর: পৃথিবীর যেকোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা।
প্রশ্ন-১৫. এনকোড কী?
উত্তর: এনকোড বলতে বোঝায় গোপনে বার্তা পাঠানোর জন্য একটি সহজ তথ্যকে জটিল তথ্য আকারে উপস্থাপনের জন্য কিছু পরিবর্তন করা।
প্রশ্ন-১৬. ডিকোড কী?
উত্তর: এনকোড করা কোনো বার্তা বা তথ্যকে পুনরায় আগের রূপে রূপান্তর করাকেই ডিকোড বলে।

Comments
Post a Comment