ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ৫ম অধ্যায় | সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন-১. রোবট কী?
উত্তর: রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা।
প্রশ্ন-২. রোবটের কি নিজস্ব বুদ্ধিমত্তা আছে?
উত্তর: না, রোবটের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই।
প্রশ্ন-৩. বাস্তব জীবনে দুইটি সমস্যার নাম বলো?
উত্তর: বাস্তব জীবনে দুইটি সমস্যা হলো- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাদ্যে ভেজাল।
প্রশ্ন-৪. ম্যাপ সফটওয়্যারের কাজ কী?
উত্তর: ম্যাপ সফটওয়্যারের কাজ হলো কোনো কিছুর অবস্থান নির্ণয় করা।
প্রশ্ন-৫. তিনটি অনলাইন মিটিং সফটওয়্যারের নাম বলো?
উত্তর: তিনটি অনলাইন মিটিং সফটওয়্যার হলো- জুম, গুগল মিট এবং মাইক্রোসফট টিম।
প্রশ্ন-৬. QR Code-এর পূর্ণরূপ কী?
উত্তর: QR Code-এর পূর্ণরূপ হলো Quick Response Code.
প্রশ্ন-৭. অ্যালগরিদম কী?
উত্তর: অ্যালগরিদম হলো কোনো নির্দিষ্ট সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা।
প্রশ্ন-৮. সমস্যা বাছাই কী?
উত্তর: অনেকগুলো সমস্যা থেকে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নির্ধারণ করাই হলো সমস্যা বাছাই ।
প্রশ্ন-৯. প্রোগ্রাম কী?
উত্তর: কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো বা লিখিত নির্দেশমালাই প্রোগ্রাম।
প্রশ্ন-১০. ইনপুট কী?
উত্তর: ইনপুট মানে হলো বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করা।
প্রশ্ন-১১. আউটপুট কী?
উত্তর: বাইরের জগতে কোনো কাজ করে দেখালে সেটা হবে আউটপুট।
প্রশ্ন-১২. কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম বলো?
উত্তর: বর্তমানে বেশি ব্যবহৃত কয়েকটি প্রোগ্রামিং ভাষা হলো- সি++, জাভা, পাইথন ইত্যাদি।
প্রশ্ন-১৩. মেশিন কোড কী?
উত্তর: কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ সি, চিহ্নকে আলাদাভাবে প্রসেসরে বোঝানোর জন্য শূন্য (০) এবং এক (১) এর সমন্বয়ে গঠিত বিভিন্ন নির্দেশনাই মেশিন কোড।
প্রশ্ন-১৪. সুডো কোড কী?
উত্তর: সুডো কোড হচ্ছে অ্যালগরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় সংকেত বা কোড আকারে প্রকাশ করা।
প্রশ্ন-১৫. সুডো কোড কি প্রোগ্রামিং ভাষা?
উত্তর: না, সুডো কোড প্রোগ্রামিং ভাষা নয়।

Comments
Post a Comment