Let's Move For Change

 

৪০০৮.


ক্যারিয়ার তৈরী করতে ব্যর্থ। যোগ্য ছেলে হয়ে উঠতে পারার ক্ষেত্রে ব্যর্থ। নিজের শরীরিক আকার আকৃতিও ঠিক রাখতে পারোনি। প্রতিটা ছোটখাটো বিষয় দুশ্চিন্তা করো। যাদের নিজের বলে ভাবতে, তারা একে একে সবাই ছেড়ে গেছে। কোথাও সেভাবে সম্মান, ভালোবাসা পাও না। যাকে ভালোবাসতে, সেও তোমাকে যোগ্য মনে করেনি। জীবনের সবকিছুর থেকেই প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছো। কোথায় যাবে, কি করবে কিছুই স্পষ্ট নয়। তোমার মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে, আর সেভাবে কিছু করে ওঠা যাবে না। ঘরের ভেতর চুপচাপ পড়ে থাকাতেই কিছুটা শান্তি খুঁজে পাও।


ওপরের সবকটা বা কয়েকটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে, তাহলে নিজের সম্পর্কে একেবারেই ঠিক ভাবছো। তোমার দ্বারা কিছু হবার নয়। সম্ভবই না। কোনোভাবেই না।


কাট টু : আর নাহলে যদি পরিস্থিতি বদলাতে চাও, বসে বসে মার না খেয়ে, সবকিছু ছিনিয়ে নিতে শেখো। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও। ঘাড় নীচু করে পরিশ্রম করো। একটা পথেই অন্ধের মতো টিকে থেকো না। কোনো কোনো পথে নিজের সম্ভাবনাকে খতিয়ে দেখতে পারো, সেই সমস্ত পথ আবিষ্কার করো। কষ্ট হবে, যন্ত্রণা হবে, একদম ভালো লাগবে না। কিন্তু মনে রেখো, জীবনে কড়া ওষুধ তোমায় খেতেই হবে। কেউ এসে তোমায় চামচে করে দুর্দান্ত একটা জীবন উপহার দিয়ে যাবে না। আজ অব্দি তুমি অনেককিছুই পারো নি মানে আজ পর্যন্ত পেরে যেতে যেটা লাগে, সেই অব্দি পৌঁছাতেই পারোনি তুমি। লজ্জা লাগে না নিজেকে এভাবে পড়ে পড়ে মার খেতে দেখে! বাইরেটা দেখো, দুনিয়া ক্রমশ এগিয়ে চলেছে। তোমার থেকেও যারা দূর্বল ছিল কখনো, জাস্ট পরিশ্রমের জোরে তারাও নিজেদের জন্য একটা সম্মানজনক জায়গা তৈরী করে নিতে পেরেছে নিজেদের জন্য। আর তুমি বসে বসে হতাশা বিলাস করছো! গায়ে অস্বস্তি হয়না এই জীবনটা নিয়ে! মনে হয়না অনেক হলো এবার কিছু করতেই হবে!


নিজেকে দূর্বল ভেবে বসে থাকলে কেউ তোমার সাহায্যে উঠে আসবে না। নিজেকে ভাঙো। নতুন স্কিল শেখো। একটু একটু করে উন্নতি করো। ভালো লাগুক না লাগুক, অবিরাম লেগে থাকো। আর শোনো, যে বয়সেই থাকো না কেন, আজই যদি নিজেকে না বদলাতে শুরু করো, জীবনকে ইতিবাচক দৃষ্টিতে না দেখতে শুরু করো, এই হতাশার উপলব্ধি যেটা আজ করছো না, আগামী দশ বছর পরেও করবে, আর সম্ভাবনা আছে পুরো জীবনই করবে। 


তাই ওঠো। নিজেকে জেনুইন একটা ঝাঁকুনি দাও। দেখো, এতগুলো বছর ধরে কি মারাত্মক ক্ষতিটা তুমি নিজের সাথে করে এসেছো। এসব আর করা যাবে না। নিজের আত্মসম্মান, মর্যাদা, সাফল্য সবকিছু অর্জন করতে হবে এবার। সবকিছু। আর তুমি পারবেও। বিশ্বাস রাখো আর লেগে থাকো। কারণ তুমি না বদলালে, তোমার পরিস্থিতি কোনোদিন বদলাবে না। তোমার বর্তমান পরিস্থিতিটা তোমার এখনকার অবস্থা মাত্র, ভবিষ্যতের বাস্তবতা নয়, মানুষ চেষ্টা করলে সব হয়।


লেগে থাকো। জেদে থাকো। ✊


Comments

Popular posts from this blog

গতির কথা | ৮ম শ্রেণি | বিজ্ঞান | ১ম অধ্যায়

ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ১ম অধ্যায় | সংক্ষিপ্ত

ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ২য় অধ্যায় | সংক্ষিপ্ত