১) বিজ্ঞান কাকে বলে? ল্যাটিন শব্দ scientia থেকে ইংরেজি Science শব্দটি এসেছে। বিজ্ঞান শব্দটির অর্থ বিশেষ জ্ঞান ।প্রকৃতিতে উপস্থিত বস্তু এবং বস্তুর পদ্ধতিগত অধ্যয়ন থেকে প্রাপ্ত জ্ঞানের ভিত্তিতে - বস্তুর আচরণ, বৈশিষ্ট্য এবং প্রকৃতি খুঁজে বের করাকে বিজ্ঞান বলা হয়। বা, পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকেই বিজ্ঞান বলে। ২) রাশি কাকে বলে? এই ভৌতজগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন: চেয়ার, টেবিল, বই, খাতা ইত্যাদি। ৩) পরিমাপ কাকে বলে? কোনো কিছুর মাপজোপ করাকেই পরিমাপ বলে। ৪) মৌলিক রাশি কাকে বলে? যেসকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো পরিমাপ করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, তাদেরকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি ৭ টি। ৫) মৌলিক রাশি সমূহ কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপনতীব্রতা, পদার্থের পরিমান। ৬) যৌগিক রাশি কাকে বলে? যেসকল রাশি পরিমাপের জন্য দুই বা মৌলিক রাশির প্রয়োজন হয়, তাদেরকে যৌগিক রাশি বলে। ৭ টি মৌলিক রাশি ব্যতিত সকল রাশিই যৌগিক রাশি। ৭) পরিমাপের একক কাকে বল...
Comments
Post a Comment