রিয়েলিটি



অনেকের জীবনের সাথেই মিলে যাবে কথাগুলো।

____________________________________

জীবনে এই ৮টি ভুল কখনোই করবেন না। 

১/ ঠকবাজকে কখনো বিশ্বাস করবেন না।

২/ মিথ‍্যুক লোকেদের থেকে সত্য কখনো আশা করবেন না। 

৩/ যারা নিজের ইচ্ছায় আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে কখনো ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।

৪/ অসৎ লোকের কাছে কখনো সৎ পরামর্শ করবেন না। 

৫/ যে সমস্ত লোক নিজের ভুল শিকার করেনা তাদের সবসময়ই দূরে থাকুন।

 ৬/ অতিরিক্ত অহংকার এবং স্বার্থবাদী মানুষদের থেকে সময় আশা করবেন না।

৭/ অমানবিক মানুষদের থেকে জ্ঞান নিবেন না।

 ৮/ ব‍্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবেন না।


যে তোমারে বুঝেনা তার প্রয়োজন ছাড়া সে তোমাকে খোঁজেও না। 

চিরন্তন সত্য কথা।

যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবতেছো একদিন তার অবহেলা গুলোই তোমাকে নতুন করে বাঁচতে শিখাবে। 

হঠাৎ করে মানুষ উচু জায়গায় চলে গেলে নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না। 

জীবনে পিছিয়ে পরা বলে কিছু নেই। 

মনে রাখবেন টিকিটের লাইনে দাড়ানো শেষ ব‍্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে চলে যায়। 


কষ্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র নিজেকেই বহন করতে হয়। 

এর ভাগিদার কেউ কখনোই হতে চায়না। 

হাসিটা সবার জন্যই হতে পারে কিন্তু চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই পরে। 

ব্লক করে দিলেই যদি সবকিছু শেষ হয়ে যেতো বা ডিলিট করে দিলেই যদি সবকিছু মুছে যেতো তাহলে হৃদয়ের যন্ত্রণা গুলো এতো জমে থাকতো না। 


কুকুর পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগ পযর্ন্ত ভালোবাসার দাম দিয়ে যায়। 

যদি মানুষকে ৯৯দিন উপকার করো আর একদিন উপকার না করতে পারো তাহলে মানুষ ঐ একদিনটাই মনে রাখবে। 

আর ৯৯ দিন ভুলে যাবে।

 এই পৃথিবীতে চোখ বুঝে যাদেরকে বিশ্বাস করা যায় তারাই হলেন বাবা এবং মা এখনকার ভালোবাসা গুলো সূর্য মুখী ফুলের মতো হয়ে গেছে।

 সূর্য মুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকেই মুখ ঘুরিয়ে নেয়। 


 দেরিতে হলেও বুঝতে পেরেছি কিছু মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলেই ছুড়ে ফেলে দেওয়াটাই তাদের কাজ এটিটেউ এবং ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেজ নয় বরং সবার সাথে মিশতে পারা এবং ভালোভাবে চলতে পারাটাই স্মার্টনেজ। 

একটা কথা কি যানো তো মিথ্যা এমনিতেই ভয়ানক আরও কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরও বেশি ভয়ানক। 


শূন্য কে বিয়গের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ শূন্য যানে তার হারানোর কিছুই নেই। 

আর পাওয়ার আছে অনেক কিছু। 

যারা মনে আঘাত দিয়ে হারিয়ে যায় তারা আর কখনই ফিরে আসেনা। 

আসল কথা হলো মানুষকে  অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে নিজের উপর ভরসা আর বিশ্বাস রাখতে শিখো পথ যতই কঠিন হোক না কেন রাস্তা তুমি নিজে থেকেই খোঁজে পাবে। 

মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার সে হীরাকেও কয়লা মনে করে


ক্ষুদা পেলে পেট যেমন দারিদ্র্যতা বুঝেনা তেমনি দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তব তখন বয়স মানেনা। 

ভুল মানুষের সাথে সারারাত গল্প হয় কথা হয় তেমনি প্রেম হয়। 

হয়তো জীবনে অনেকটা সময় নষ্ট হয়। 

কিন্তু ভালোবাসা হয় না।

 প্রেম হলো মানুষের মনের অনুভূতি বাস্তবতার সাথে যায় কোনো মিল নেই।

 তারপরও মানুষ প্রেমে পড়ে কারণ বাস্তবতাকে মানুষ সহজে মেনে নিতে পারেনা। 

কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সে হলো তাদের আপনাকে আর প্রয়োজন নেই। 

দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয়।


রাখি মুসলিম

Comments

Popular posts from this blog

গতির কথা | ৮ম শ্রেণি | বিজ্ঞান | ১ম অধ্যায়

ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ১ম অধ্যায় | সংক্ষিপ্ত

ডিজিটাল প্রযুক্তি | ৭ম শ্রেণি | ২য় অধ্যায় | সংক্ষিপ্ত